মোয়াজ্জেম হোসেন মজনু-বাগেরহাট :‘ আত্মকর্মী যুব শক্তি,টেকসই উন্নয়নের মুলভিত্তি” এই শ্লোগানকে সামনে রেখে যুব র্যালী , রক্তের গ্রপ নির্ণয় ও আলোচনা সভা মধ্যে দিয়ে বাগেরহাটে পালিত হল জাতীয় যুব দিবস-২০১৬।
বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা যুব অধিদপ্তরের যৌথ উদ্যেগে মঙ্গলবার সকালে সাংস্কৃতিক ফাউন্ডেশন থেকে শুরু হয়ে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এই স্থানে জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। এ সভায় বক্তব্য রাখেন যুব অধিদপ্তরের উপ পরিচালক হৃষিকেশ দাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগরআলী প্রমুখ।