বাগেরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি : “সমন্বিত ইঁদুর দমন অভিযানে এগিয়ে আসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামারবাড়ি প্রশিক্ষন অডিটরিয়ামে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা।
অতিরিক্তি জেলা প্রশাসক( সার্বিক) মামুন-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তৃতা করেন, পিজিবি প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবীদ জিএম রুহুল আমিন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ আফতাব উদ্দিন, জেলা প্রশিক্ষন কর্মকর্তা মনোজিত কৃমার মল্লিক প্রমুখ।