বাক প্রতিবন্ধী তাওসীফ হারিয়ে গেছে

নারায়ণগঞ্জপ্রতিনিধি: বাক প্রতিবন্ধি তাওসীফ হারিয়ে গেছে। গত ১০ জুন ভোর সাড়ে ছয়টায় সে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। সে নারায়ণগঞ্জের বিশিষ্ট চক্ষু চিকিৎসক মরহুম নুরুল হক সর্দারের ছেলে। তাদের বাসা নগরীর মিশনপাড়া মসজিদ সংলগ্ন ৬৬ নং নবাব সলিমুল্লাহ রোড হোল্ডিংয়ে। তাওসিফের বয়স চৌদ্দ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিলো নীল রঙয়ের টি-শার্ট, ছাই রঙা থ্রী কোয়ার্টার প্যান্ট, নীল রঙের স্যান্ডেল। কেউ তার কোনো সন্ধান পেয়ে থাকলে ০১৭১১৯৮৭৫৭৯, ০১৭৬৮৯৮৬৮১১, ০১৭১৪২৭৪৪৮৫ -এই তিন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তার মা নুরুন নাহার।