বাংলাভিশনের রিপোর্টার ও ক্যামেরাপারসনের উপর হামলা

প্রতিনিধি গাজীপুর : গাজীপুরে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের স্টাফ রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাপারসন বাপ্পীর উপর হামলা করেছে লাইফওয়ে কোম্পানির কর্মচারী ও কর্মীরা। হামলাকারীরা বাংলাভিশনের ক্যামেরা ও মাইক্রোবাস ভাংচুর করে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাংলাভিশনের গাজীপুর প্রতিনিধি মীর মোঃ ফারুক জানান, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত বিতর্কিত এমএলএম কোম্পানি লাইফওয়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রতিবেদন তৈরি করার জন্য বাংলা ভিশনের রিপোর্টার সানজিদ আহমেদ ও ক্যামেরাপারসন বাপ্পী বিকেলে সেখানে যান। ভিডিও ধারণ করতে গেলে লাইফওয়ে কোম্পানির লোকজন নিষেধ করে। এ সময় রিপোর্টার এগিয়ে গেলে তাকে লাঞ্ছিত করে এবং ক্যামেরাপারসন বাপ্পীকে মারধর করতে থাকে। হামলাকারীরা বাপ্পীর হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে তা ভেঙ্গে ফেলে এবং তাদের বহনকারী মাইক্রোবাসটি ভাংচুর করে।

খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা কার্যালয় বন্ধ করে পালিয়ে যায়।

এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে এবং হামলাকারীদের গ্রেফতার করা হবে।