জাকির হোসেন সুমন , ইতালি :ইতালির ত্রেভিজো শহরে প্রবাসীদের সম্মিলিত প্রচেস্টায় বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজো নামে নবগঠিত কমিটির আত্মপ্রকাশ হয়েছে। রবিবার স্থানীয় একটি হলরুমে হাওলাদার আমিনুল ইসলামের সভাপতিত্বে কামরুল হাসান এর পরিচালনায় সভায় ত্রেভিজো প্রবাসীদের অংশগ্রহণে সভায় সকলের সম্মতিক্রমে ওবায়দুর রহমান কে সভাপতি,কামরুল হাসান কে সাধারণ সম্পাদক,হাসিবুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসোসিয়েশনের অন্যান্যরা হলেন যথাক্রমে –
সহ সভাপতি মো লিটন,সৈয়দ মো আজহারুল ইসলাম,দিন ইসলাম,মোশাররফ হোসাইন,মনিরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক বেপারী জসিম উদ্দিন,মোর্শেদ আলম,অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ,সহ অর্থ সম্পাদক রাহমান সাজু সায়েদুর,সহ সাংগঠনিক সম্পাদক আরমান চৌধুরী রানা,আসাদুজ্জামান সোহাগ,সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক,সহ সাংস্কৃতিক সম্পাদিকা তানিয়া আয়েশা সিদ্দিকা,দেওয়ান মোহাম্মদ আলমগীর,
প্রচার সম্পাদক ,কামরুন নাহার ,সহ প্রচার সম্পাদক খলিফা মোহাম্মদ রাশেদ
,দপ্তর সম্পাদক ,আব্দুল্লাহ আল হাসান ,সহ দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, হোসাইন মোশারফ,শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার ইতা খায়রুর রহমান,সহ শিক্ষা সম্পাদক
সুলতান মোহাম্মদ ,সেন্টু বেপারী,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ,আলম মাহবুব কাজল ,ঈশা আমিন ,মন্ডল মো আজিজুর ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মিয়া শামীম ,কাজমান করিম ,ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ফারুক হোসাইন ,সহ ধর্ম সম্পাদক তানিম হক,মহিলা বিষয়ক সম্পাদক ,সাথী আক্তার,সহ মহিলা সম্পাদিকা মুকুল আক্তার,আজিজ খানম, লাইলী আক্তার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন মানিক।
সম্মানিত সদস্য বৃন্দ,জিয়াউর রহমান,বেলাল হোসাইন,আরিফুল ইসলাম,জনি শেখ,স্বপন হোসাইন,হেলাল আহমেদ,হামজা হোসাইন,মোঃ সামাদ হোসাইন,খায়রুল বিশ্বাস।
উপদেষ্টাবৃন্দ যথাক্রমে,হাওলাদার আমিনুল ইসলাম হোসাইন এমরান ,সামির হোসাইন ,করিম আব্দুল,আক্তার হোসাইন,কাজী সিরাজুল হক,মোহাম্মদ মাস্টার রিপন ও ফারুক মোহাম্মদ ওমর।