ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুপুরে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।এই ম্যাচে বৃষ্টির সমূহ আশঙ্কা রয়েছে। সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত মেঘ ভেদ করে সূর্য আকাশে উঁকি দেয়নি। এদিকে রাত থেকে মিরপুরে বেশ কয়েক পসলা বৃষ্টি হয়েছে। সকাল দশটার একটু আগে পুনরায় বৃষ্টি নামে মিরপুরে।শুধু তাই নয়, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ মিরপুরে সর্বোচ্চ ৬ মিলিমিটার ও সর্বনিম্ন ২ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি সর্বোচ্চ ১ ঘন্টা ৫০ মিনিট স্থায়ী হতে পারে। দিনে সর্বোচ্চা তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকাল ১১টা ও দুপুর ২টায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯ কিলোমিটার।
বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা
October 7, 2016