ক্রীড়া ডেস্ক:
২৬ বছর পর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে ৩৪১ রান তুলেছে কিউইরা। আগেরটি ছিল সেই ২৬ বছর আগে। দুই দলের প্রথম সাক্ষাতে ৩৩৮ রান করেছিল নিউজিল্যান্ড।
১৯৯০ সালে ২৮ এপ্রিল শারজা স্টেডিয়ামে, অস্ট্রেলেশিয়ার ম্যাচটিতে টসজয়ী নিউজিল্যান্ডের পক্ষে কেউ সেঞ্চুরি করতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ৯৩। দুইজন ব্যাটসম্যানই (জন রাইট ও জোসন) করেন সমান ৯৩ রান করে। মার্টিন ক্রস করেছিলেন ৬৯ রান। সব মিলে ৪ উইকেটে ৩৩৮ রান করেছিল নিউজিল্যান্ড।
ওই ম্যাচে বাংলাদেশ দল ১৬১ রানে হারলেও দারুণ দুটি প্রাপ্তি ছিল। এক. বাংলাদেশের পক্ষে প্রথম ওয়ানডে ফিফটি করেছিলেন আজহার হোসেন সান্টু। ১২৮ বল খেলে চারটি চারের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
দুই. বাংলাদেশের উইকেটরক্ষক নাসির হোসেন নাসু কোনো বাই রান দেননি। এতো বড় স্কোরের ম্যাচে যা বিশ্বরেকর্ডও।