ক্রীড়া ডেস্ক : এমনিতেই বাছাইপর্বের শেষ তিন ম্যাচে জয়বঞ্চিত থেকে সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলার পথ কঠিন করে ফেলেছে আর্জেন্টিনা। এর মধ্যেই আরেক সমস্যায় পড়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।যদিও সমস্যাটা তৈরি করেছে বলিভিয়া। বাছাইপর্বে গত ১ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় এবং ৬ সেপ্টেম্বর চিলির সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচে অন্যায়ভাবে ফুটবলার খেলিয়েছে দলটি।ওই দুই ম্যাচে বলিভিয়া নেলসন কাবরেরা নামের যে খেলোয়াড়কে খেলয়েছে তিনি আসলে বলিভিয়ারই নন! ৩৩ বছর বয়সি এই ডিফেন্ডার প্যারাগুয়ের নাগরিক। এর আগে প্যারাগুয়ে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। তাকে খেলিয়ে তাই ফিফার নিয়ম ভেঙেছে বলিভিয়া।আর নিয়ম ভাঙায় বলিভিয়ার থেকে ৪ পয়েন্ট কেড়ে নিয়েছে ফিফা। সেই সঙ্গে তাদের ১২ হাজার সুইফ ফ্রাঁ জরিমানাও করা হয়েছে। অন্যদিকে ওই দুই ম্যাচে পেরু ও চিলিকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে। তাতেই বিপদে পড়েছে আর্জেন্টিনা!১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় আর্জেন্টিনা ছিল পাঁচে। কিন্তু ‘বোনাস’ ২ পয়েন্ট পেয়ে আর্জেন্টিনাকে টপকে পাঁচে উঠে গেছে চিলি। দুই দলেরই পয়েন্ট এখন ১৬, কিন্তু চিলি গোল পার্থক্যে এগিয়ে আছে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ইকুয়েডর আর কলম্বিয়ার সঙ্গে চিলির পয়েন্ট ব্যবধান মাত্র ১।২০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দুইয়ে আর ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে শীর্ষে। এই অঞ্চল থেকে পয়েন্ট তালিকার সেরা চার দল সরাসরি এবং পঞ্চম দলটি প্লে-অফ খেলে সুযোগ পাবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
বলিভিয়ার দোষে বিপদে আর্জেন্টিনা!
November 2, 2016