নেত্রকোনা প্রতিনিধি :
বর্তমান সরকারের আমলে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগই দেশ স্বাধীন করেছে। স্বনির্ভর দেশ গড়তে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার আমলে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’
বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুড়ি কলেজ মাঠে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘হাওর এলাকার ভূমিহীন-গৃহহীনদের বিনা পয়সায় ঘর তৈরি করে দেওয়া হবে। বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় তারা ঘর পাবে।’
তিনি বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি স্কুল-কলেজ দিয়েছি। এখন প্রত্যেক উপজেলায় সরকারি মসজিদ করে দেব। ইতিমধ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাওর ও পাহাড়ি এলাকায় আমরা আবাসিক স্কুল করে দেব। যাতে বর্ষা মৌসুমে স্কুলে যেতে ছেলে-মেয়েদের কষ্ট না হয়।’
শেখ হাসিনা বলেন, ‘হাওর এলাকায় খাল-নদী খনন করে মাছ চাষ বাড়াতে হবে। মাছ বাজারজাতকরণের ব্যবস্থা করতে হবে। হাওরের উন্নয়ন বোর্ড গঠন করে দিয়েছি। এই বোর্ড হাওর অঞ্চলের উন্নয়নে কাজ করবে।’
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় এমপি রেবেকা মমিন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনার খালিয়াজুড়িতে পৌঁছান। অকাল বন্যায় হাওরদ্বীপ খ্যাত নেত্রকোনার খালিয়াজুড়ি স্বচক্ষে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। – (ফাইল ছবি )