আসাদুল হক পলাশ ঃ দীর্ঘ ১৪ বছর পর বর্ণাঢ্য আয়োজনে আজ নরসিংদী জেলা স্টেডিয়ামে আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কাউন্সিলর ও ডেলিগেট্স তথা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে জুতাতংক দেখা দিয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নরসিংদী জেলখানার মোড়ে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদেরকে প্রকাশ্যে জুতা নিয়ে ধাওয়া করা এবং স্থানীয় মন্ত্রী, এমপি ও নেতাদের গালাগাল করার ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
ব্যাপক বিভ্রান্তি ও বিব্রতকর অবস্থায় পতিত হয়েছে যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ। তারা ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানেন না বা বলতে পারছেন না। এ খবর ছড়িয়ে পড়ার পর নরসিংদী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নরসিংদী রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা জোরে আওয়ামী মহলে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। বিরোধী মহল বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
সবচেয়ে বেশী বিব্রতকর অবস্থায় পড়েছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী। শুক্রবার সকালে মৌলভীবাজার যাবার পথে অভ্যর্থনা জানানোর সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বিজয় কৃষ্ণ গোস্বামীকে মাথায় হাত দিয়ে আদর করে গেছেন। সিলেট থেকে ফেরার পথে যুবলীগ নেতাকর্মীরা নরসিংদী জেলখানা মোড়ে অভ্যর্থনা জানাতে গেলে গাড়ী থেকে নেমে জুতা হাতে নিয়ে অভ্যর্থনাকারী যুবলীগ নেতাকর্মীদেরকে ধাওয়া করার ঘটনায় তারা বিষ্মিত ও বিব্রত হয়ে পড়েছেন। এই অনাকাঙ্খিত ঘটনার কারণ সম্পর্কে তারা কিছুই বলতে পারছে না। তবে এ ঘটনা নিয়ে গতকাল শনিবার বিকেলে নরসিংদী স্টেডিয়াম প্যাভেলিয়নের দুতলায় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের এক জরুরী যৌথ সভা আহবান করা হয়। তবে জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম জানিয়েছেন, জুতা নিয়ে তাড়া করার ঘটনা নিয়ে নয়, এটা সম্মেলনের প্রস্তুতিমূলক সভা।
অপর একটি সূত্র থেকে জানা গেছে, জেলা আওয়ামী লীগের অভ্যন্তরে দীর্ঘ দিন ধরেই কোন্দল বিরাজমান রয়েছে। এর মধ্যে একটি পক্ষ একচেটিয়া ক্ষমতা দখলে নেয়ার জন্য যুবলীগের জেলা কমিটি তাদের নিয়ন্ত্রনে নেয়ার প্রস্তুতি নিয়েছেন। এই ঘটনাটি বিদ্রোহী গ্র“পের নেতাকর্মীরা যুবলীগ চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছেন। যার ফলে তিনি এই অগণতান্ত্রিক ঘটনা জানতে পেরে তাদের প্রতি রাগান্বিত হন। অর্থাৎ আওয়ামী লীগের দীর্ঘ দিনের আভ্যন্তরীন কোন্দল এবার যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর জুতা প্রদর্শনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এই ঘটনার পর যুবলীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে এক ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। অনেকের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে যে, যুবলীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নাও হতে পারে।
জানা গেছে, দীর্ঘ ১৪ বছর পর আজ রোববার নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ২০০৩ সালের ২৪ এপ্রিল বর্তমান জেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছিল। কিন্তু যুবলীগের কমিটির মেয়াদ ৩ বছর হলেও ২০০৩ সালের পর এ পর্যন্তনরসিংদী জেলায় যুবলীগের আর কোন সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ২০০৩-০৬ সালের কমিটি দীর্ঘ ১৪ বছর কাজ চালিয়েছে। আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু’র প্রধান আতিথ্যে অনুষ্ঠিত হচ্ছে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী কয়েক দিন যাবত স্টেডিয়াম এলাকায় থেকে সভা মঞ্চ তৈরী করছেন। সারা স্টেডিয়াম এলাকায় ফেস্টুন, ব্যানার, প্লাকার্ড, পোস্টারসহ কমবেশী ১০/১৫টি তোরণ নির্মাণ করে সম্মেলনস্থল সাজানো হয়েছে। সম্মেলনে এ বছর ২৪৬ জন কাউন্সিলর ভোট দিয়ে তাদের জেলা কমিটির নেতা নির্বাচন করবে।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী জেলা যুবলীগের সম্মেলন
