শাহ আলম শফি: কুমিল্লার বরুড়া উপজেলার ২টি ইউনিয়নে আগামী ২৩ মে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো ভাউকসার ও শাকপুর। ২টি ইউনিয়নের নিবার্চন কে ঘিরে ভোটারদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা মাঠ চুষে বেড়াচ্ছে। গ্রামের চায়ের দোকান গুলোতে ভোটারদের উপছে পড়া আড্ডা প্রতিনিয়ত। দোকানির চায়ের চামচের বারির আওয়াজ দারুন লাগছে। ভাউকসার ইউনিয়নে আ’লীগ প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আহমেদ জামান মাসুদ (নৌকা) বিনয়ী ন¤্র হিসেবে তার খ্যাতি রয়েছে। বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সৈয়দ মাশরুল হক (ধানের শীষ)। তারও এলাকার ভোটারদের কাছে ভালো প্রার্থী হিসেবে গ্রহন যোগ্যতা রয়েছে। দুই প্রার্থীর বয়স কাছা-কাছি । জাতীয় পার্টির প্রার্থী ইউনিয়ন সভাপতি মো. ছানাউল্লাহ (লাঙ্গল) এলাকায় ব্যাপক পরিচিতি রয়েছে। ৩ জনের মধ্যে হাড্ডা-হাড্ডির লড়াইয়ের আভাস জানায় ভোটাররা । ৩ প্রার্থী সুষ্ঠ নির্বাচন আশা করেন প্রশাসনের কাছে। স্বতন্ত্র পার্থী দেলোয়ার হোসেন (আনারস) গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শাকপুর ইউনিয়নের আ’লীগের প্রার্থী গাজী আবদুল মালেক (নৌকা), বিএনপির প্রার্থী আবদুল খালেক মুন্সি(ধানের শীষ) , জাতীয় পার্টির প্রার্থী খন্দকার সাইফুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন (আনারস)। এ ইউনিয়নের ভোটাররা জানান, ধানের শীষ ও আনারসের মাঝে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশী। নৌকা মার্কাকেও ফেলে দেওয়ার মত নয়, তিনি নির্বাচনে কৌশলে পিছিয়ে আছেন বলে জানান ভোটারার। ২টি ইউনিয়নে সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন ধানের শীষের জন্য গণসংযোগ, উঠান বৈঠক করেছেন। সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল তিনিও নৌকার পক্ষে গণসংযোগ , উঠান বৈঠক করেন। প্রার্থীরা জানান সকল কেন্দ্রই ঝুকিপূর্ন । শান্তিপূর্ন ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেছেন প্রার্থীরা।