এম এস শফি: কুমিল্লা বরুড়া উপজেলার মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল কাদের কে মনোনয়ন দেয়ার প্রতিবাদে মানববন্দন করেছেন নির্বাচিত অভিভাক শ্রেনীর সদস্য ও এলাকাবাসী । এলাকাবাসী জানায় , বিদ্যালয়ের র্দুনীতিবাজ প্রধান শিক্ষক মো. অছিয়র রহমান অবৈধ টিয়ার প্রতিনিধিদের কে সাথে নিয়ে রেজুলেশন করে কুমিল্লা শিক্ষাবোর্ডে প্রেরন করেছেন । মানববন্দনের এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন , উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীম, মানববন্দনকারীদের কথা শুনেন এবং আইন অনুয়ায়ী প্রয়োজনিয় ব্যাবস্থা নিবেন বলে জানান । মানববন্দন কারীরা বলেন, প্রতিষ্ঠাতা সদস্য হাজী আবদুস সোবহান নির্বাচিত অভিভাবক শ্রেনির সদস্য মো. সাদেকুর রহমান , মো. শাহজান , মো. শাহ আলম ও মনজুয়ারা বেগম এর মতামত না নিয়ে প্রধান শিক্ষক ও টিয়ার প্রতিনিধিদের কে সাথে নিয়ে রেজুলেশন করে আবদুল কাদের কে সভাপতি মনোনয়ন দিয়ে রেজুলেশন শিক্ষাবোর্ডে পাঠিয়ে দেন । আমরা বিদ্যালয়ের স্বার্থে আবদুর রব কে সভাপতি নিবার্চিত করতে চাই । মানববন্দন শেষে উপজেলা নির্বাহী অফিসার কে স্বারক লিপি দেন । উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীম বলেন , স্বারক লিপিটি আমি শ্ক্ষিাবোর্ডে পাঠাব । র্বোড প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন । উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক শ্রেনীর সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ।
বরুড়ায় মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাতিলের দাবিতে মানববন্ধন

September 30, 2016