শাহআলম শফি কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৮ টি দোকানে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ইং ১৯/১/১১ ধারায় ৩৮ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. লুৎফুন নাহার নাজীম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন পরিচালনা কর্মকর্তা সহ উপজেলা সি. এ হারুনুর রশিদ। দোকানগুলো হলো হায়দার ট্রেডার্স, দেলোয়ার ষ্টোর, পিপাসা কনফেশনারী, মিজান হার্ডওয়্যার, সুলতান কনফেকশনারী, মৃধা কনফেকশনারী, বিল্লাল ষ্টোর ও পলাশ ষ্টোর।
ব্যবসায়ীরা জানান, এ সব পন্য বিক্রয়ে পূর্ব নিষেধাজ্ঞা করা হয়নি। তাছাড়া এ সব পন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইন্ডষ্ট্রিজে উৎপাদন করা হচ্ছে। যে সব হার্বাল পন্যের জন্য জরিমানা করা হয়েছে, এর মধ্যে রয়েছে, মাসরুম, তৈরি হচ্ছে চান্দিনার জাহান পুডস কম্পানীতে, জিনসিং, ইন্ট্রা ফামার্সিক্যাল লিঃ,পাবনা, জিংসেন, ইউনিভার্সেল পুডস লিঃ, দিলাল পুর পাবনা, পাষ্টার, স্পার্ক পুডস লিঃ, নারায়ণগঞ্জ।
এসব পণ্য দেশব্যাপী ডিলার নিয়োগের মাধ্যমে বিভিন্ন্ বাজারের দোকানীর কাছে বিক্রি করা হচ্ছে। এসব পণ্য অবৈধ কিনা আমরা জানি না। যদি পুর্বে এসব বিষয়ে আমাদের অবগত করা হত, তাহলে আজ অন্তত এ জরিমানা গুনতে হতনা। আমরা সাধারণ ব্যবসায়ীরা অল্প পূঁজি নিয়ে ব্যবসা করি। সরকার এ সব পন্য উৎপাদনে বাধা দেওয়া উচিৎ।