এম.এস শফি বরুড়া (কুমিল্লা): কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু ও ১জন আহত হয়েছে । জানা যায় , উপজেলার দেওড়া গ্রামের মো.আনিছুল ইসলামের ছেলে মাছ ব্যাবসায়ী মো. মাসুদ (২৫) ও করিয়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে কৃষক মো. আক্তার হোসেন (৩৫) সহ বেলা ৩ টার সময় বৃষ্টি চলাকালিন দেওড়া দক্ষিন-পাড়া পাতরে মাছ ধরতে যান । এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে পাতরেই আক্তার হোসেনের মৃত্যু হয় । এছাড়া এ ঘটনায় নিহত আক্তার হোসেনের বায়রা মো.মাসুদ হোসেন গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্তার হোসেনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আছে ।
বরুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু,১জন আহত
November 3, 2016