বরুড়ায় নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

এম.এস শফি বরুড়া (কুমিল্লা): কুমিল্লা বরুড়ায় গত শনিবার বিকেলে পৌর শহরের নির্মাণাধীন একটি ভবনের সাটারিংয়ের কাজ করতে গিয়ে পা ফসকে মো. নুরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর শহরের কালি বাড়ী সংলগ্ন ব্যবসায়ী মো. মমিন মিয়ার নির্মাণাধীন ছয় তলা ভবনের ৫ম তলায় গত শনিবার বিকেল প্রায় ৪টার দিকে নির্মাণ শ্রমিক মো. নুরুল ইসলাম ছাদের সাটারিংয়ের কাজ করার সময় অসাবধানতা বশত পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল ইসলাম উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে।