বরুড়ায় দুর্নীতি বিরোধী দিবস পালিত

শাহ আলম শফি
৯ ডিসেম্বর সকাল ১০টায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ,সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের সমন্বয়ে ব্যানার, ফেষ্টুনসহ এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্তপূর্ন প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল খালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার নাজীম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান নান্নু ভূইয়া প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যের মধ্যে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বক্তৃতার বিষয় ছিল আইনের কঠোর প্রয়োগই দুর্নীতি প্রতিরোধের নিয়ামক। প্রানবন্তর আলোচনায় ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তাছাড়া বরুড়া উপজেলা বিভিন্ন পেশার ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মোবারক আলী, আনোয়ার হোসেন, মন্তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা সামছুল হক ও ছোটতুলাগাঁও মহিলা মাদ্রাসার সহ- সুপার। সভা শেষে সকলকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ শাহ আলম।