শাহ আলম শফি, কুমিল্লা :কুমিল্লার বরুড়ায় শনিবার দুপুরে মহাপবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষ্যে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পৌর শহরে বিশাল জশনে জুলুছ বের করা হয়। জুলুছটি আলিয়া মাদ্রাসা থেকে বের হয়ে বরুড়া পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুণরায় মাদ্রাসায় গিয়ে শেষ হয়। হাজার হাজার নবী প্রেমিক, আশেকগণ ও সুন্নী মুসল্লিরা এ জুলুছে অংশগ্রহণ করেন। জুলুছ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান পৃষ্ঠপোষক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সৈয়দ জোবায়ের হোসেন জুয়েল। এতে আলোচনায় অংশগ্রহণ করেন অলিতলা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব কাজী গোলাম মহিউদ্দিন লতিফী, কাঁঠালিয়া দরবার শরীফের পীর সাহেব, আলহাজ্ব আবদুল বারী সাহেব, সোনারচর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব খন্দকার ওমর ফারুক সাহেব, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতী আলী আকবর ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক খোরশেদ আলম এম.এ, সহ সভাপতি মাওলানা আবদুল হান্নান, হাজী শাহ আলম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পৃষ্ঠপোষক ইলিয়াছ আহমদ, অধ্যক্ষ ইউনুছ ওয়াজেদী, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যক্ষ আবদুর রব, অধ্যক্ষ মহসিন রেজা, উপাধ্যক্ষ মুফতি মিজানুর রহমান জাফরী, সুপার শামছুল হক, সুপার মাওলানা আবুল কাসেম, সুপার মাওলানা ইয়াছিন, মুফতি মাওলানা শাহজাহান ছিদ্দিকী, মাওলানা দেলোয়ার হোসেন, তরিকত ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আবুল কালাম আজাদ, ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন প্রধানিয়া, উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সুন্নী ছাত্র সংসদের ভিপি জামাল উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসেনা শাখার সভাপতি মহিউদ্দিন, ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন তুহিন, যুবসেনা বরুড়া উপজেলার সভাপতি শামীম খাঁন, সাধারণ সম্পাদ মোতালেব হোসেন প্রমুখ। বরুড়ায় এই প্রথম ইতিহাসের স্মরণকালের বৃহত্তম জশনে জুলুছ (মোবারক র্যালি) বের করা হয়। বিভিন্ন রংয়ের পতাকা মুখরিত ছিল র্যালিটি। জুলুছকারীরা রাস্তার দুইপাশে উৎসুক জনতাকে লাল গোলাপ ও গাঁদা ফুল ছিটিয়ে বরণ করেন। রাস্তার দু’ধারের দোকানে চকলেট বিতরণ করেন। রাসুল (সঃ) এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান, নাতে রাসুল ও হামদ পরিবেশন করা হয়। জুলুছে বিভিন্ন দরবার শরীফের পীর ভক্তরা অংশগ্রহণ করেন।
বরুড়ায় জশনে জুলুছ অনুষ্ঠিত
December 17, 2016