বরুড়ায় এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি : জেলার বরুড়ায় আকতার হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আক্তার হোসেন ওই গ্রামের বাসিন্দা। স্থানীয় শিলমুড়ি বাজারে তার লাইব্রেরি দোকান রয়েছে।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদারএকাত্তরলাইভ ডটকমকে জানান, পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাতে আকতারকে গলাকেটে হত্যা করে তার বাড়ির পাশ্ববর্তী পুকুরে ফেলে দেয়। সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।এদিকে, এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।