আগৈলঝাড়া প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্চিত জয়ের দ্বারপ্রান্তে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। প্রচার প্রচারণার শেষে বরিশাল-১ আসনে মাঠ জুড়ে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তবে এবারের নির্বাচনে কোন প্রকার প্রচারণায় দেখা যায়নি বিএনপি প্রার্থী সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনকে। আওয়ামীলীগ প্রার্থী জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডসহ সারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে পুনরায় নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ এ জনপদের বেশীর ভাগ ভোটাররা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত প্রদিদিনই দুই উপজেলায় সমান তালে প্রচার-প্রচারণা, গণসংযোগসহ উঠান বৈঠক করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাতির পিতার ভাগ্নে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এম.পি ও দলীয় নেতা কর্মীরা। প্রতিদিনই বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলীয় নেতাকর্মী আওয়ামীলীগে যোগদানের হিড়িক পরে যায় এ জনপদে। তাই এবারের নির্বাচনে বরিশাল-১ আসনে জয়ের দ্বার প্রান্তে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
অন্যদিকে সংসদীয় আসনে বিএনপি’র রাজনীতি পূর্ব থেকেই ত্রি-ধারায় বিভক্ত। যার কারনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র সংস্কার পন্থি নেতা হিসেবে খ্যাত সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনকে দল থেকে মনোনয়ন দেয়া ও বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অপর দুই কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এবং আঁকন কুদ্দুসুর রহমানের সাথে মনোনয়ন পাওয়ার পর স্বপন তাদের সাথে সমন্বয়হীনতার কারনে মাঠে নেই কর্মীরা বলে ধারণা করছে তৃনমূল বিএনপি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একাধিক নেতাকর্মী বলেন, দলীয় কোন্দল ও গ্র“পিংয়ের কারনে এবং মনোনয়ন বঞ্চিত হওয়াতে বিএনপি একত্রিত হয়ে এলাকায় ধানের শীষের পক্ষে প্রচার প্রচারনায় আসেননি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও আঁকন কুদ্দুসুর রহমান। স্বপন দীর্ঘদিন যাবৎ এলাকায় না থাকায় এ জনপদে তার কর্মীর সংখ্যা সীমিত অপর দিকে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এবং আঁকন কুদ্দুসুর রহমান দুই নেতাই পাল্লা দিয়ে নেতাকর্মীদেরকে সংঘটিত করে রেখেছে। স্বপন মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এবং আঁকন কুদ্দুসুর রহমানের সাথে কোন প্রকার যোগাযোগ না করার কারনে নির্বাচনী মাঠে কর্মী খুঁজে পায়নি স্বপন। আর এ কারনেই মাঠে নামতে পারেনি বিএনপি।
এমনকি নির্বাচনী কেন্দ্রে এজেন্ট সমস্যায় ভূগছে বিএনপি, বেশির ভাগ কেন্দ্রেই এজেন্ট না পাওয়ার সম্ভবনা রয়েছে। তবে বিএনপি প্রার্থী স্বপন গত ১৭ ডিসেম্বর নিজ বাড়িতে বসে সংবাদ সম্মেলনে বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হুমকি ও মামলা হামলার কারনে তিনি মাঠে নামতে পারেননি বলে দাবী করেন তিনি।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, অওয়ামীলীগ শাসনামলে গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সারা দেশে তথা বরিশাল-১ আসনে নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ারের কারনেই এ আসনে নৌকার বিজয় সু-নিশ্চিত।