অনলাইন ডেস্ক: : বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ জনসভায় বক্তব্য রাখবেন।
দুপুর ২ টার পর জনসভার অনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ৩টার দিকে জনসভায় উপস্থিত হন।
তার আগে দুপুর ১ টার মধ্যে বঙ্গবন্ধু উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জনসভায় যোগ দিতে বেলা ১১ টা থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ফলে মিছিলের নগরীতে পরিনত হয়েছে গোটা বরিশাল। লোকজন উদ্যানের আশে-পাশের রাস্তায়ও অবস্থান নিতে শুরু করেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১ টায় পটুয়াখালীর লেবুখালীতে নবনির্মিত শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন করেন।
সেখানে কুচকাওয়াজ পরিদর্শনের পর ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন করেন ও ইউনিটগুলোকে আনুষ্ঠানিকভাবে পতাকা হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি একই স্থান থেকে ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।