বরগুনায় সমবায় দিবস পালিত

বরগুনা জেলা সংবাদদাতা: বরগুনায় ৪৫তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এ শেষ হয়। সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি পুলিশ সুপার, আঃ কাইউম, সদর ইউপি চেয়ারম্যান- গোলাম আহাদ সোহাগ, বরগুনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি তালুকদার মোঃ মাসউদ। সভায় সভাপতিত্ব করেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আঃ রশিদ। জেলা সমবায় কর্মকর্তা আঃ রাজ্জাক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোশতাক আহম্মেদ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করেন। বরগুনা জেলা প্রেসক্লাবের পুরস্কার গ্রহণ করেন মাই টিভির জেলা প্রতিনিধি ও বরগুনা জেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ সফিকুল ইসলাম স্বপন। এছাড়া পুরস্কার গ্রহণ করেন বরগুনা আদর্শ ভাষান ব্যবসায়ী সমিতির সভাপতি ও ৮নং ইউপি চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগসহ বিভিন্ন সমিতির সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন- উপজেলা ক্রেডিট সুপারভাইজার আবদুর রাজ্জাক ও রানা প্রমুখ।