বরগুনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বরগুনা প্রতিনিধি ঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশের ন্যায় বরগুনাও জেলা বিএপির নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছলটি বিএনপি কার্যাল সামনে থেকে বের হওয়ার সাথে সাথে পুলিশ বাধা দেয়ায় পুরতন ল ঘাট থেকে নিজ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এসএম নজরুল ইসলাম,সহ সভাপতি গোলাম ছগীর মজনু, উপজেলা বিএনপির আহবায়ক এজেডএম সারেহ ফারুক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন,সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান টিটু, জেলা তাঁতী দলের সভাপতি আবুল বাসার রিয়াজ,শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর মোর্স্বেদ খোকন, জেলা ছাত্র দলের ১ম যুন্ম আহবায়ক মুরাদুজ্জামান টিপন,যুগ্ম আহবায়ক মাইনুল হাসান লিটন প্রমুখ।