বরগুনা:জেলা সংবাদদাতা :
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বরগুনায় নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারী ফোরাম তাদের বেতন ভাতা ও সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দাবীতে জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদান কালে জেলা কমিটির সভাপতি বেতাগী উপজেলার রানীপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফাইজুর রহমান ও সাধারন সম্পাদক পাথরঘাটা উপজেলার কালমেঘা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কবির, আমতলীর কুকুয়া আইডিয়াল গার্লস স্কুলের শিক্ষক হুমায়ুন কবির, হারুন-অর-রশিদ, বেতাগীর রানীপুর খোন্তাকাটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শুভাঙ্কর চন্দ্র রায়, বরগুন সদর উপজেলার রাখাইনপাড়া বিপিএস নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইদ্রিস আকনসহ বরগুনার পাঠদানে অনুমতি প্রাপ্ত নন এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদান কালে জেলা প্রশাসক ড. মহা বশিরুল আলম বলেন, আমি আপনাদের স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও প্রাথমিক ও গনশিক্ষামন্ত্রী বরাবর পাঠিয়ে দেয়া হবে।