বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

বরগুনা প্রতিনিধি: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বরগুনায় জেলা বিএনপির বিদ্রহী গ্রুপ । এ উপলক্ষে মঙ্গলবার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের একাংশ বেলা ২ টায় বরগুনার হোটেল সিভিউর সামনের রাস্তায় এক আলোচনা সভার আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি সিকদার মোঃ রুস্তুম আজাদের সভাপতিত্বে ৭ নভেম্বরের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা কৃষক দলের সভাপতি লে.কর্ণেল (অবঃ) আঃ খালেক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আ্যাড..মোঃ হালিম, জেলা মহিলাদলের আহ্বায়ক রিমা জামান, উপজেলা বিএনপি আহ্বায়ক এজেডএম সালেহ ফারুক, জেলা যুবদলের সভাপতি তালিমুল ইসলাম পলাশ প্রমূখ। বক্তারা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একনায়কতন্ত্র সরকারের বিরুদ্ধে দেশবাসীর কাছে গন আন্দোলনের আহ্বান জানান।