একাত্তরলাইভডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে।রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য কবির হোসেন।এর আগে গত ৪ অক্টোবর বদরুল আলমকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল শাবি প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল আলম।
বদরুলকে শাবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

October 23, 2016