একাত্তরলাইভডেস্ক:মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে শুক্রবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে ছিল আনন্দমুখর পরিবেশ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এদিন বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন। বঙ্গভবনের লনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছেন।
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও বিজয় দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, কূটনীতিক, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বিচারপতি, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র বেসামরিক ও সামরিক অফিসারগণ, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিল্পী ও সম্মানীয় নাগরিকগণ রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে শ্রীলংকা, ভারত, নেপাল ও মালদ্বীপের ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যগণও অংশ নেন।
বিজয় উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে কেক কাটেন। তারা অনুষ্ঠানে আগত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাকিলা জাফর, ফাহমিদা নবী, রফিকুল আলম, প্রিয়াঙ্কা বিশ্বাস, সজীব দাস ও সন্দিপন দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সব মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা লাভের ৪৫তম বার্ষিকীতে আনন্দমুখর পরিবেশ বিরাজ করেছে বঙ্গভবনে।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৌজন্যে