অনলাইন ডেস্ক : টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সুরা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার টু্ঙ্গীপাড়ায় পৌঁছান। এরপর দুপুর সোয়া ২টায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাত করেন। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করার জন্য সকালে গাড়িবহর নিয়ে ঢাকা ত্যাগ করেন। (ফাইল ছবি)