একাত্তলাইভ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের সকল সম্পদ খুব শিগগিরই বাজেয়াপ্ত করা হবে।জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধীদের দল প্রমানিত হওয়ায় তাদের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগ আয়োজিত ‘জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে’ তিনি এ কথা বলেন৷মোজাম্মেল হক বলেন, ‘নিড়ানি দিয়ে যেভাবে আগছা পরিষ্কার করা হয় ঠিক তেমনিভাবে বাংলার মাটি থেকে জঙ্গিবাদও পরিষ্কার করা হবে।’মুজিবসেনা ঐক্যলীগের সভাপতি এইচ এম আসাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান মোল্লা, সাগঠনিক সম্পাদক মো: রাজিব, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধুর খুনিদের সম্পদ শিগগিরই বাজেয়াপ্ত হবে’
October 1, 2016