বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের সরকারী চাল পাচারকালে জনগণের হাতে আটক ৩শ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন আখতার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামাটি বাজারের ডিলার ছাইফুল ইসলামের গুদাম ঘর থেকে ৫০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করেন। এ সময় ওই ডিলারের ঘরটি সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, গোলনগর ইউনিয়নের খাটিয়ামারী বাজার এলাকায় ৬৯৮ জন কার্ডধারী হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চাল বিতরণ করার কথা রয়েছে। কিন্তু ওই ইউনিয়নের নিযুক্ত ডিলার ছাইফুল ইসলাম ও তার স্ত্রী তহমিনা খাতুন ১৩ জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করেননি। শনিবার চাল বিতরণের শেষ দিনে ওই ডিলারের স্ত্রী তহমিনা খাতুন হতদরিদ্রদের ৫০ কেজি ওজনের ৬ বস্তা চাল ভ্যানযোগে মথুরাপুর বাজারের দিকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন চালগুলো আটক করে প্রশাসনকে খবর দেয়।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিলারের ঘর থেকে ৫০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এছাড়া ওই ডিলারের গুদাম ঘরটি সিলগালা করা হয়েছে।