একাত্তলাইভ ডেস্ক: বগুড়ায় ছাত্রলীগ কর্মী ইব্রাহীম হোসেন সবুজ প্রতিপক্ষের হাতে খুন হওয়ার ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার মোড়সহ বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে।বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ কাহালু উপজেলার লাহাড়ীপাড়ার সাইফুল ইসলামের ছেলে।সবুজ সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার সহপাঠীরা।এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সবুজের সহপাঠী ও ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা। এ সময় সরকারি আজিজুল হক কলেজ সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।এছাড়া বিকেল ৩টার দিকে শহরের স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মামুনুর রশিদরে মটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ কর্মীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভন্ন পয়েন্ট আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জানান, রিকশভাড়া নিয়ে বাগবিত-ার জেরে যুবলীগের সঙ্গে সংঘর্ষে বগুড়ায় ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে দুই ছাত্রলীগ কর্মীর সঙ্গে কলেজের পুরাতন ভবনের প্রধান ফটকের সামনে ভাড়া নিয়ে বাগবিত-া হয় এক রিকশাচালকের। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা ওই রিকশাচালককে মারধর করলে স্থানীয় যুবলীগ কর্মীরা এর প্রতিবাদ জানাতে গেলে তাদের সঙ্গেও বাগবিত-া হয়।এ নিয়ে দুপুরে উভয় পক্ষ কলেজ এলাকায় মীমাংসার জন্য জড়ো হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছাত্রলীগ কর্মী সবুজ মারা যান।জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) গাজিউর রহমান জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।
বগুড়ায় ছাত্রলীগকর্মী খুন : শহরজুড়ে আতঙ্ক
September 29, 2016