বইমেলায় প্রাপ্তবয়স্কদের জন্য প্রিয়তির বই

অনলাইন ডেস্ক :এবারের একুশে বইমেলায় এসেছে বাংলাদেশি বংশদ্ভুত আয়ারল্যান্ডে বসবাসকারী মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তির লেখা বই ‘প্রিয়তির আয়না’। তিনি বৈমানিক ও মডেল মিস আয়ারল্যান্ড হিসেবে পরিচিতি পেলেও পরবর্তীতে অর্জন করেন মিস আর্থ ইন্টারন্যাশনাল খেতাব। হয়েছেন মিস ইউনিভার্সাল রয়্যালটি, মিস ফটোজেনিক, মিস ফিটনেস, মিস বেস্ট গাউন, মিস হট চকলেট, সুপার মডেল, মিস কমপ্যাশনেট। এই অল্প সময়েই নিজের কাজ ও অর্জনের শাখা-প্রশাখা ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন সেক্টরে।

দেশ পাবলিকেসন থেকে প্রকাশিত হয়েছে তার আত্মজীবনীমূলক এ বইটি। বইয়ের প্রচ্ছদ করেছেন হিমেল হক। মূল্য রাখা হয়েছে ৪০০টাকা। তবে মেলায় বাংলা একাডেমি নির্ধারিত কমিশনে বিক্রি হচ্ছে।

বই প্রসঙ্গে প্রিয়তি তার ফেসবুকে লিখেছেন, ‘আমিও আট/দশটা বঙালি মেয়েদের মতো। সাদাসিধা দুই বাচ্চা নিয়ে জীবন ছিলো, কেটে যাচ্ছিল সেই জীবন আয়ারল্যান্ড এ। কি এমন ঘটে গেলো যে জীবনের মোর ঘোরাতে হলো এমন নাটকীয় ভাবে? কিভাবে সঞ্চয় করলাম এতো সাহস? কেমন ছিল সেই ট্রান্সফরমেশন এর পথ? উত্তরের সব জট খুলবে ‘প্রিয়তীর আয়নায়’।

প্রিয়তি বলেন, ‘বইটি সম্পূর্ণ ১৮+ প্রাপ্ত বয়স্কদের জন্য। অনূর্ধ্বরা অভিভাবকদের অনুমতি ছাড়া না কেনার জন্য অনুরোধ রইল।’

এর আগে আয়ারল্যান্ড থেকে প্রকাশিত হয়েছে ৫১ জন অভিবাসী নারীর পথ চলা, চ্যালেঞ্জ, সংগ্রাম আর বাধা পেরিয়ে সাফল্য-উন্নতির শিখরে উঠে আশার কথা নিয়ে মাকসুদা আক্তার প্রিয়তি লেখা বই ‘Inspired Migrant Women’ এর প্রথম খণ্ড।