বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী অভিনেত্রী সবর্ণা আনন্দেরমৃতদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। চেন্নাইয়ের মধুরাভয়ালের একটি ফ্ল্যাটে থাকতেন সবর্ণা। গতকাল শুক্রবার এই বাসায় তার মৃতদেহ পাওয়া যায় বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রকাশিত প্রতিবেদেনে জানানো হয়েছে, তিনদিন পর তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। সবর্ণার এক সহকর্মী বলেন, ‘সবর্ণা খুব সাহসী নারী ছিল। সে সম্পর্ক ও বন্ধুত্বের সম্পর্ক খুব গুরুত্বের সঙ্গে দেখতো। তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল। এসব নিয়ে চিন্তা ভাবনাও করত। কিন্তু এই ঘটনা একদমই অপ্রত্যাশিত।’ সান মিউজিকে অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সবর্ণা। এরপর তিনি টেলিভিশনে অভিনয় শুরু করেন। বিভিন্ন টিভি ধারাবাহিক নাটকে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। এছাড়া নানা সময়ে সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বও পালন করেছেন তিনি। একাধিক তামিল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- আয়ুদ্ধাম সেইভম, কালাই, পুজাই প্রভৃতি।
ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার
November 12, 2016