ফেসবুক হ্যাক করে পর্ণোগ্রাফি প্রচারের অভিযোগে সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

একাত্তরলাইভডেস্ক:বিশিষ্ট ব্যক্তিবর্গের ও দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ব্যক্তিগত ভিডিও ফাঁস এবং অন্যের ফেসবুক হ্যাক করে পর্ণোগ্রাফি প্রচারের অভিযোগে Desperately Seeking-Uncensored (DSU) নামে একটি ফেসবুক গ্রুপের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।গ্রেফতাররা হলেন— জুবায়ের আহম্মেদ (২১), তৌহিদুল ইসলাম অর্নব (১৯) ও মো. আসিফ রানা (১৮)।রাজধানীর ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ সব তথ্য জানান।তিনি বলেন, তাদের কাছ থেকে কম্পিউটার হার্ডডিস্ক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। Desperately Seeking Uncensored (DSU) গ্রুপটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক’র একটি বহু সমালোচিত আনসেন্সরড গ্রুপ। যার Facebook লিংক- https://www. facebook.com/groups/DSExpl2/ । এই গ্রুপের সদস্য সংখ্যা এক লাখ ২২ হাজার, যার প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী মো. রুহুল চৌধুরী।আব্দুল বাতেন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দেশের মেয়েদের প্রতি তথ্য প্রযুক্তির অপব্যাবহার চালিয়ে যাচ্ছে গ্রুপটি। এখানে অবাধে ব্যক্তিগত আক্রমন, লাইভ পর্ণসহ যৌনতার বিকৃত বহিঃপ্রকাশ চলে। তারা যে কোন অপরিচিত মানুষের ছবি, গোপনে ধারণ করা ভিডিও লিংক ফেসবুকে শেয়ার করে তাতে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এদের দ্বারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সাধারন জনগন অনলাইনে লাঞ্চনার শিকার হচ্ছেন।তিনি আরও বলেন, এ কাজে তাদের একটি বিশাল ওয়েব সাইট রয়েছে, যার লিংক www.dsu-bd.com। ইদানিং এ গ্রুপটি ঢাকা মেডিকেল কলেজে পড়ুয়া এক মেয়ের ব্যক্তিগত ভিডিও অনলাইনে ফাঁস করে দেয়। মেয়েটির পরিচয় ও তার ভিডিওর লিংক সকল সদস্যের এ বিশাল গ্রুপ থেকে একের পর এক শেয়ার হয়ে ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।যুগ্ম কমিশনার বলেন, গ্রুপটিতে ১৮-২০ অ্যাডমিন রয়েছে। মূল হোতা রাহুল চৌধুরী মূলত গ্রুপটি পরিচালনা করে থাকেন। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বাংলাদেশে থাকা বাকি অ্যাডমিনদের গ্রেফতার করা হবে। ফেইসবুক পেইজটি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ডিএসইউ এর মূল ওয়েবসাইটটি বন্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।