বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে স্টাটাস দেয়ার অভিযোগে পাপন বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। কোরবানী নিয়ে মুসলমানদের গালী এবং মসজিদ ও মন্দিরকে পতিতালয়ের সাথে তুলনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গত রাতের কোন এক সময় পাপন বিশ্বাস তার ফেসবুক আইডিতে স্টাটাস দিলে সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাত ১১ টার শহরের বাসাবাটী এলাকার শহর রক্ষাবাঁধ থেকে আটক করে থানায় নিয়ে আসে। আটক পাপন বিশ্বাস সদরের দড়াটানা বাসাবাটী এলাকার পরিমল বিশ্বাসের ছেলে।
পাপন বিশ্বাস তার ফেসবুক আইডিতে লিখেছে,“দেশের আনাচে কানাচে,মোড়ে মোড়ে,গলিতে গলিতে,গড়ে উঠছে মসজিদ,মন্দির। এসব এতো বেশী গড়ার মানে দেশে এসব জায়গায়ায় যাওয়ার লোকের সংখ্যা বেড়েছে। কোথায় তারা?
প্রতিবছর কোরবানীর সময় আগের সময়ের তুলনায় বেশী পশু কোরবানী হয়, নিরীহ পশুগুলো দো- পেয় পশুর বাচ্চারা কোরবানী দেয়,বলি দেয় এতো ধার্মিক কোথায় তারা ?
এসব বাদ দিয়ে মোড়ে মোড়ে পতিতালয় স্থাপন করা হোক। কারন দেশের মানুষদের আজ এটার বড্ড বেশী দরকার… যে স্থানের,যে পেশার,যে বয়সের হোক শুয়ারের বাচ্চাদের বাসনা তেতিয়ে উঠে। আর কিছু ভন্ডের বাচ্চা আছে,তারা শুধু মেয়েদের দোষ খোজে,মেয়েদের পোশাকে সমস্যা,হাটায় সমস্যা,কথা বলায় সমস্যা…মেয়েদের সবকিছুতে ওদের সমস্যা..বলি ৩বছরের বাচ্চার কিসের সমস্যা, প্রতিবন্ধী মেয়েটার কোথায় সমস্যা, পাগলী মহিলার কোথায় সমস্যা, বোরকা পড়া মেয়ের কিসে সমস্যা ????????? ”। ফেসবুকে এ লেখা দেখে সব শ্রেনী পেশার সাধারন জনগনের চরম ক্ষোভের সৃষ্টি হয়।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, পাপন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।