ফের ভাঙছে কোহলি-আনুশকার সম্পর্ক?

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির প্রেমের সম্পর্ক কারো অজানা নয়। অনেকবারই তাদের বিচ্ছেদের খবর সংবাদমাধ্যমে চাউর হয়েছে। যদিও সময়ের সঙ্গে তারা দূরত্ব ঘুচিয়ে সম্পর্কে ফিরেছেন। এবার খবর বেরিয়েছে পুরোনো কারণেই তারা নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বিরাট নাকি আনুশকাকে বিয়ে করতে চান। কিন্তু আনুশকা এখনই বিয়ে করতে রাজি নন। তিনি এখন নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। তাছাড়া এখন তার ক্যারিয়ার শীর্ষে। একের পর এক সিনেমার অফার আসছে তার কাছে। আর এমন সময় বিয়ের পিঁড়িতে বসতে চান না আনুশকা। আর এটাই নাকি তাদের বিচ্ছেদের পুরোনো কারণ। আর সেই পুরোনো কারণই নতুন করে দেখা দিয়েছে। এদিকে নিজের সিদ্ধান্তে অনড় আনুশকা। তাই সমস্যা সমাধানের বদলে তা আরো জটিল আকার ধারণ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।এর আগে বিরাট সব ভুলে নতুন করে সম্পর্কে ফিরেছিলেন। কিন্তু এবার কি তিনি ফিরবেন? না সত্যি বিচ্ছেদের ঘণ্টাধ্বনি বাজবে? এমন প্রশ্নই এখন তাদের ভক্তদের মনে।