বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর বিয়ে করেছেন মডেল প্রিয়া সচদেবকে। এ বার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মা স্বয়ং। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন জল্পনা।
সূত্রের খবর, সঞ্জয়ের সঙ্গে সেপারেশনের সময় থেকেই দিল্লির ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে করিশ্মার। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু সন্দীপ বিবাহিত। আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত করিশ্মাকে বিয়ে করতে পারছিলেন না। সম্প্রতি সন্দীপের স্ত্রী আশ্রিতা বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়েছেন বলে খবর।
বলিউড সূত্রে জানা গিয়েছে, আশ্রিতা প্রথমে সন্দীপকে ‘ডিভোর্স’ দিতে রাজি হননি। পরে দীর্ঘ দিন আলাদা থাকার পর তিনি বিবাহবিচ্ছেদে রাজি হয়েছেন। আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খোরপোশ হিসেবে ২ কোটি টাকা এবং সন্দীপের দিল্লির বাড়িটি পাবেন আশ্রিতা। তাঁদের দুই মেয়ে প্রত্যেকে ৩ কোটি টাকা করে পাবেন বলে খবর। মেয়েরা মায়ের কাছেই থাকবে।
সন্দীপের আইনজীবী টোবান ইরানি সাংবাদিকদের বলেন, ‘‘আশ্রিতা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর সব সময়েই মনে হচ্ছে, সকলে ক্ষতি করতে চাইছেন। ফলে আক্রমণাত্মক হয়ে উঠেছেন তিনি। আমাদের কাছে চিকিত্সকের সার্টিফিকেটও রয়েছে। সমস্যার শুরু থেকেই তিনি কোনও রকম চিকিত্সা করাতে রাজি হননি, রয়েছে তার প্রমাণও। এ কারণেই আমার মক্কেল সন্দীপের পক্ষে এই সম্পর্কটা বয়ে চলা আর সম্ভব হচ্ছে না।’’
করিশ্মা ও সন্দীপ। ছবি: সংগৃহীত।
যদিও করিশ্মা বা সন্দীপ কেউই তাঁদের সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে মুম্বইয়ের বিভিন্ন পার্টিতে যুগলের একত্রে যাতায়াত ইঙ্গিত দিচ্ছে অনেক কিছুর। শোনা যাচ্ছে, সন্দীপের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হলেই করিশ্মার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি।