বিনোদন ডেস্ক : ২০০৭ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও গোবিন্দ অভিনীত সিনেমা পার্টনার। এবার এ সিনেমার সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চলছে। পার্টনার সিনেমাটি পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। তিনি এখন জোড়ুয়া-টু সিনেমা নিয়ে ব্যস্ত। তাই সিক্যুয়েল পরিচালনা করবেন সাজিদ-ফারহাদ। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে সিনেমায় সালমান ও গোবিন্দ থাকবেন, না নতুন কোনো জুটিকে নেয়া হবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
ফের ‘পার্টনার’ সালমান-গোবিন্দ?
November 7, 2016