ফেনীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রতিনিধি ফেনী : ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি দাউদুল ইসলাম হৃদয়কে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের শাহীন একাডেমী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মামলার প্রধান আসামি দাউদুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়। তবে মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। আটক দাউদুল ইসলাম ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে শহরের শাহীন একাডেমী এলাকায় বসবাস করে আসছেন।

ফেনী শহর পুলিশ ফাড়ির এসআই নুরুজ্জামান ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৮ মার্চ বিয়ের কথা বলে বাসা থেকে বের করে কৌশলে গবিন্দপুর নতুন বাজারে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতা ৫ এপ্রিল বাদি হয়ে হৃদয় ও হৃদয়ের মা মনছুরা আক্তার রিনাসহ ৪ জনের নাম উল্লেখ করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।