ফেনী প্রতিনিধি:
ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধলিয়া ইউনিয়ন যুবলীগ কর্মী সোহেল রানাকে (২৫) কুপিয়ে হত্যা করেছে স্বদলীয় কর্মীরা।
আজ বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট বাজারে এ ঘটনা ঘটে। সোহেল দৌলতপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধলিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার রুবেল ও ভুট্টোর সঙ্গে সোহেল রানার সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুপুরে তারা সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে বাজারের পূর্ব পাশে নির্জন স্থানে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মেদ মুন্সি জানান, নিহত সোহেল রানা ধলিয়া ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
ফেনীর সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জুনায়েদ কাউচার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে বলে জানান।