ফুলবাড়ীয়ায় হরতালে পুলিশের লাঠিচার্জে আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি
জেলার ফুলবাড়ীয়া উপজেলায় শিক্ষক-শিক্ষার্থী ও জনতার ডাকা সোমবার অর্ধ দিবস হরতালের সমর্থনে আন্দোলনরত পুলিশের লাঠিচার্জে ৫ জন আহত হয়েছে। ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজের নাম জাতীয়করণের তালিকায় না থাকায় এ হরতালের ডাক দেয়া হয়।জানা গেছে, ভোর ছয়টা থেকে আন্দোলনকারীরা হরতালের সমর্থনে সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে। সকাল নয়টার দিকে কলেজের সামনে পুলিশ আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে অতর্কিতে লাঠিচার্জ করে। এতে কলেজের অফিস সহকারী মকবুলসহ পাঁচজন আহত হন। আন্দোলনকারীরা পরে আবারো সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। আরো জানা গেছে, আন্দোলনকারীরা এ সময় কলেজের অধ্যক্ষের চেয়ার ও কুশপুত্তলিকা দাহ করে।তারা ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে অবস্থান নিয়েছে। উপজেলা সদরে থমথমে অবস্থা বিরাজ করছে। দূরপাল্লার বাসসহ সকল যানচলাচল বন্ধ রয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে।