ময়মনসিংহ প্রতিনিধি: জেলার ফুলবাড়ীয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আরেফিন (৮) নামে এক শিশু নিহত হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া পৌর এলাকার ভালুকজান বন্দের বাড়ি এলাকায় পিডিবির ঝুলে থাকা একটি তারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিক সে নিজেকে জড়িয়ে ফেলে ।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে ।