ফিল্ম ষ্টাইলে ছিনতাই

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
ঢাকার মিরপুর এলাকা থেকে ফিল্মী ষ্টইলে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দের লাখ টাকার লুঙ্গি প্রতারণা করে ছিনতাই করে নিয়েছে জহুরুল ইসলাম (৩৮) নামের এক প্রতারক। এ ব্যাপারে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী লুঙ্গি ব্যবসায়ী নজরুল ইসলাম।
সোমবার দুপুরে ঢাকার মিরপুর ১০ নম্বার এলাকা থেকে এ ঘটনা ঘটে। লুঙ্গি ব্যবসায়ী নজরুল ইসলাম সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরাঞ্চালের বড়ধুল গ্রামের মৃত বারেক প্রামানিকের ছেলে এবং প্রতারক জহুরুল ইসলাম একই এলাকার আষাণ প্রামানিকের ছেলে।

ভুক্তভোগী লুঙ্গি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, আমার বড় ভাই আব্দুল মান্নানের ঢাকার গাবতলী এলাকায় দির্ঘ দিন থেকে রিক্সার গ্যারেজ পরিচালনা করে আসছে। আমি সেখানে প্রতি সপ্তাহে গ্রাম থেকে লুঙ্গি কিনে নিয়ে ঢাকায় বিক্রি করি। এমন অবস্থায় গত ৩১ মার্চ প্রতারক জহুরুল ঢাকায় রিক্সা চালানোর জন্য যায়। রিক্সা না পাওয়ায় কয়েক দিন বসে ছিলো জহুরুল। সোমবার (৫ মার্চ) হাজী মিজানুর ও মঞ্জু-এ-মতিন রাজু নামে দুই জন

জাকাতের লুঙ্গি কিনবে বলে। এ সময় কাছে থাকা ২৮০পিছ লুঙ্গি নিয়ে আমরা যাই। আমাকে মিরপুর ১০ নাম্বার এলাকার হাজী সাহেব দোকানে আছে কিনা দেখতে বলে। সেখান থেকে ফিরে এসে প্রতারক জহুরুলকে আর খুজে পাইনি। তখন আমার ২৮০ পিছ লুঙ্গি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।