আন্তর্জাতিক ডেস্ক :কলম্বিয়ার মার্কসবাদী বিদ্রোহী গ্রুপ ফার্কের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি চুক্তি ৩১ অক্টোবরেই শেষ হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।একই সঙ্গে এই দ্বন্দ্বের অবসানের গুরুত্ব সবাই উপলব্ধি করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ তথ্য জানান।প্রেসিডেন্ট সান্তোস টেলিভিশন ভাষণে বলেন, ‘আশা করি আমরা এই দ্বন্দ্বের অবসানের জন্য শান্তিচুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারব।’সোমবারের গণভোটে শান্তিচুক্তি প্রত্যাখ্যাত হলে কিউবায় মধ্যস্থতাকারীরা আবারও শান্তিচুক্তির ব্যাপারে আলোচনা করেন। সরকারবিরোধীরাও শান্তিচুক্তির বিষয়ে পুনঃ আলোচনার ওপর গুরুত্ব দিয়েছেন।তবে প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাভারো উরাইবের নেতৃত্বাধীন দল জানায়, কংগ্রেসে বিদ্রোহীরা তাদের আসন নিশ্চিত করুক বা তাদের নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া হোক, সেটা তারা চান না।কলম্বিয়ার বর্তমান সরকার চায় ৫০ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ শেষ হোক। কলম্বিয়ার মধ্য-ডানপন্থি সরকার ও ফার্কের মধ্যে চূড়ান্ত শান্তিচুক্তি সই হয়েছে গত মাসে। কলম্বিয়ার নাগরিকেরা এ চুক্তিকে সমর্থন করেন কি না, সে প্রশ্নে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট অনুষ্ঠিত হয় রোববার। এই গণভোটে ৫০ দশমিক ২ শতাংশ নাগরিক চুক্তি প্রত্যাখ্যান করেছেন।এর আগে গত জুনে দ্বিপক্ষীয় অস্ত্রবিরতি চুক্তিতে সই হয়, যা চূড়ান্ত সমঝোতার পথ তৈরি করে।
ফার্ক-কলম্বিয়া সরকার যুদ্ধবিরতি চুক্তি শেষ ৩১ অক্টোবর
October 5, 2016