ফাইনালে সেই ভারতকে পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে এর আগে একবার অংশ নিয়েছিল বাংলাদেশ। সেটাও ১৫ বছর আগে, ২০০১ সালে।সেবার পঞ্চম হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। এরপরের কোনো আসরে অংশ নেয়নি বাংলাদেশ।এবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আয়োজক বাংলাদেশ। তাই দ্বিতীয়বারের মতো অংশ নিল বাংলাদেশ। ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের সঙ্গে এই আসরে অংশ নেওয়া বাংলাদেশকে কেউ ফেভারিট ভাবেনি। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে শিরোপা জয়ের দাবিদার তারাও। ইতিমধ্যে তারা ফাইনাল নিশ্চিত করেছে। পাশাপাশি ফাইনালের টিকিট পেয়েছে গ্রুপপর্বে বাংলাদেশের কাছে হারা ভারতও।শুক্রবার বিকেলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।এবারের আসরের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ওমান ও ভারত। গ্রুপপর্বের প্রথম ম্যাচে শিরোপার দাবিদার ভারতকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫-৪ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ওমানকে ১০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। আর আজ সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ফাইনালে ওঠে বাংলাদেশের তরুণরা।অন্যদিকে গ্রুপ রানার আপ হয়ে ভারতও ওঠে সেমিফাইনালে। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতও।আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনালে গ্রুপপর্বে হারিয়ে দেওয়া ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।