বিনোদন ডেস্ক : ফাঁস হলো এক তেরা সাথ সিনেমার অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও। সেন্সর বোর্ড থেকে সিনেমার অন্তরঙ্গ দৃশ্যগুলো বাদ দেয়া হলেও ইউটিউবে ফাঁস হয়ে যায়। পরবর্তীতে দৃশ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।ভৌতিক ঘরানার সিনেমাটি ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে নির্মিত। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শারদ মালহোত্রা, ঋতু দুদানি, মেলানি। শারদের সঙ্গে মেলানির অন্তরঙ্গ দৃশ্যটি সম্প্রতি ফাঁস হয়েছে।১ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের প্রকাশিত ভিডিওতে শারদ ও মেলানিকে ঘনিষ্ঠ শয্যাদৃশ্যে দেখা যায়। তবে ভিডিওটি দেখে মনে হচ্ছে এটি সেন্সর বোর্ড থেকে ফাঁস হয়নি। বরং শুটিংয়ের সময় শুটিংয়ে টিভি পর্দা থেকে কেউ এই ভিডিওটি ধারণ করেছে। আর পরবর্তীতে অবৈধভাবে প্রকাশ করেছে।প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখলেন শারদ মালহোত্রা। অভিষেক চলচ্চিত্রেই এমন সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি।শারদ ভারতীয় টেলিভিশনে জনপ্রিয় মুখ। বর্তমানে ‘কসম তেরি পেয়ার কি’ ধারাবাহিকে ঋষি বেদির ভূমিকায় অভিনয় করছেন তিনি। এছাড়া ‘বনু ম্যায় তেরি দুলহান’, ‘বক্স ক্রিকেট লিগ’, ‘কাভি তো নজর মিলাও’-এ তাকে দেখা গেছে।
ফাঁস হলো শারদ মেলানির শয্যাদৃশ্য

October 14, 2016