কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলনালিয়া ও বৌঘটা ব্রীজ এলাকার পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে ফরিদপুর সদর মডেল থানা পুলিশ। ফরিদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার বেলাল হোসেন জানান, শনিবার সকালে দিকে খবর পেয়ে সদর উপজেলার গেরদা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের একটি মাঠ থেকে গলায় রশি লাগানো এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তার নাম হালিম মোল্লা(৭০) সে ঐ এলাকার তাহের মোল্লার ছেলে।অপরদিকে একই ইউনিয়নের বৌঘটা ব্রীজ এলাকার কুমার নদে ভেসে থাকা একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে এদের খুন করা হয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
ফরিদপুর সদরের পৃথক স্থান থেকে ২টি লাশ উদ্ধার
