কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুর শহরবাসীর মাঝে নিরাপদ সবজি সরবরাহ করছে বেসরকারী উন্নয়ন সংস্থা বিএফএফ। শহরবাসীকে ভেজাল ও বিষ মুক্ত শাক-সবজি সরবরাহের লক্ষে বিএফএফ নিজ উদ্যোগে চর অঞ্চলের কৃষক-কৃষানীদের যৌথ সবজি খামার করার জন্য সুদ মুক্ত ঋণ, জৈব সার (কেচ কম্পস)ও সবজি উৎপাদনের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন। প্রশিক্ষণ পেয়ে চর অঞ্চলের কৃষক কৃষানীরা দুই বছর ধরে বিভিন্ন প্রকার সবজি উৎপাদন করে যাচ্ছেন। কিন্তু তাদের উৎপাদিত সবজির সঠিক মূল্য না পেয়ে হতাশ হয়ে পড়েন কৃষক-কৃষানীরা। তাদের উৎপাদিত সবজির সঠিক মূল্য নিশ্চিত করতে বিএফএফ শহরের দক্ষিন আলীপুর বিএফএফ কার্যালয়ের সামনে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র খুলেছেন। সপ্তাহে দুই দিন (শুক্র ও সোমবার) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্র থেকে শহরবাসীর নিরাপদ সবজি ক্রয় করতে পারবেন। এই কেন্দ্র থেকে লাউ, সিম, মুলা, মটর কলাই শাক, লাল শাক, পালংশাক, ভেন্ডিসহ সবধরনের শাক-সবজি পাওয়া যাবে।
সবজি বিক্রয় কেন্দ্র সম্পর্কে বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির বলেন, চর অঞ্চলের কৃষক-কৃষাণীদের উৎপাদিত সবজির সঠিক মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক ও কৃষাণীরা। তাদের কথা চিন্তা করে এবং শহরবাসীকে বিষ মুক্ত ও নিরাপদ সবজি খাওয়ানোর লক্ষে সবজি বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রথম দিকে সম্পাহে দুই দিন এই কেন্দ্রের মাধ্যমে সবজি বিক্রয় করা হবে। এই কেন্দ্রের মাধ্যমে সবজি বিক্রয় করে কৃষক-কৃষাণী লাভবান হবেন এবং শহরবাসীও বিষ মুক্ত সবজি পাবেন বলে মনেকেরেন বিএফএফ এর নির্বাহী পরিচালক ফজলুল হাদী সাব্বির।