ফরিদপুর প্রেসক্লাবে বাউল সন্ধ্যা অনুষ্ঠিত

কে. এম. রুবেল,  প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ বাউল গান ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। সহ¯্রাধিক নারী-পুরুষ ও শিশু এ আয়োজন উপভোগ করেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল উদ্বোধন করেন। এসময় প্রবীন সাংবাদিক জগদিশ চন্দ্র ঘোষ, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, অধ্যাপক রিজভী জামান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সন্ত্রাস-মৌলবাদ ও যুবসমাজের অবক্ষয় ঠেকাতে সর্বত্র দেশীয় সংস্কৃতির আয়োজন করা সময়ের দাবীতে পরিনত হয়েছে।
পরে বাউল শিল্পী গনেশ বসু, সুজাতা, গোলাপী ও মো. শাহাবুল বাউলগান পরিবেশন করেন।