কে. এম. রুবেল, ফরিদপুর
দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবীতে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট পালন।
ফরিদপুর পৌরসভা চত্ত্বরে দাবী আদায়ের লক্ষে আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেছে পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় ফরিদপুর পৌরসভার কাউন্সিলারও তাদের দাবীর সাথে একাত্বতা ঘোষনা করেন। অবস্থান কর্মসুচির সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বাংলাদেশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী
এসোসিয়েশনের যুগ্ন-অহবায়ক প্রকৌশলী মো. সামছুল আলম, ফরিদপুর জেলার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি তানজিলুর রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী মো. অজিজুল ইসলাম , ফরিদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোল্লা মো শফিকুল ইসলাম,পৌরসভার কর্মচারী সংসদের সভাপতি মো. ফরাদ হোসেন, সাধারন সম্পাদক ফজলুল করিম আলাল প্রমূখ। এসময় অবস্থান কর্মসুচিতে ফরিদপুর পৌরসভার শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।