কে. এম. রুবেল, ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফরিদপুর শহর ও কোতয়ালী থানা শাখার তৃ-বার্ষিক সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ।
শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মিয়ার সভাপতিত্বে বিকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল শাহাজাদা মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জিয়া মে র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নায়াব ইউসুফ আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, এ এফ এম কাইয়ুম জঙ্গী, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রউফ উন নবী, শহর যুবদলের সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, এ্যাড. গোলাম রব্বানী ভ’ইয়া রতন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন।